সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার পর যদি আওয়ামী লীগ জয়লাভ করে তবে হাতে চুড়ি পরবেন বলে ঘোষণা দিয়েছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
আজ বৃহস্পতিবার দুপুরে নাটোরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে দলের সম্মেলনে কাদের সিদ্দিকী এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘যদি সঠিক নির্বাচন হয়, আর আওয়ামী লীগ জিতে তাহলে, আমি দুইহাতে চুড়ি পড়ব।’
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘২০১৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ১৩ জন মানুষও ভোট দেয়নি। দলটি এই রকম নির্বাচন আরেকবার করলে তাদের স্থান হবে মাটির নিচে।’
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে ক্ষমতায় এলে তিনি হবেন মহিলা স্বৈরাচার। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে প্রধানমন্ত্রীর মহিলা স্বৈরাচার উপাধি নেওয়া উচিত হবে না।’
বিএনপির সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘ধানের শীষ বর্তমানে পেটের বিষ। ধানের শীষকে মানুষ খুব একটা পছন্দ করে না। মানুষ হাওয়া ভবনও চায় না, তুফান ভবনও চায় না। মানুষ এখন শান্তিতে থাকতে চায়।’