জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের প্রসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনের সংসদ সদস্য অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশের চেহারা পাল্টে গেছে। করুনা পরবর্তী সময়ে দ্রুত এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যোগাযোগ ও শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা বলে বুৃঝানো যাবে না। তিনি আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে শীতবস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সারা বাংলাদেশ যখন ঘুমিয়ে থাকে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিন জেগে থাকেন। তিনি সব সময় ভাবেন কিভাবে দেশের মানুষের সেবা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হসিনা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন। আমাদের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল নির্মান করা হয়েছে। এছাড়া শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি। এসব উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারনে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারন সম্পাদক ওয়াজ কুরুনী, পৌর মেয়র আবুবকর সিদ্দিক, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার ও তথ্য গবেষনা সম্পাদক মঞ্জুরুল আহসান প্রমুখ।
এদিন উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রণির টপটেনসহ মোট ২ হাজার ৭৭০ জন শিক্ষার্থীকে একটি করে শীতবস্ত্র কম্বল বিতরন করেন।