আউশ ধানের চাষ বৃদ্ধির লক্ষ্যে চলতি খরিপ মৌসুমে শেরপুরের ঝিনাইগাতীতে ৭৫০ জন কৃষকের মধ্যে আউশ চাষে প্রণোদনা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব একেএম ফজলুল হক।
উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রুবেল মাহমুদ। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, আউশ প্রণোদনার মধ্যে কৃষকপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ছিল।