আইপিএলের ১৫তম আসরের জমজমাট ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। সমাপনী অনুষ্ঠানের কারণে আধাঘণ্টা পিছিয়ে দেয়া হয়েছে ফাইনালের সময়। বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হওয়া টসে জিতলেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন।
যেখানে আইপিএলে সাধারণ রাতের ম্যাচে টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়করা, সেখানে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক। রান তাড়া করতে নামবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স।
নিজেদের ব্যাটিং শক্তির ওপর দারুণ আস্থা রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনের। জস বাটলার যে ফর্মে রয়েছেন, তাতে যে কোনো অধিনায়কই নিজেদের ব্যাটিং শক্তির ওপর নির্ভর করতে পারেন চোখ বন্ধ করে। এবারের আইপিএলে একাই চারটি সেঞ্চুরি করেছেন তিনি।
তবে, আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে রাজস্থানের যেহেতু এটা দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচে তারা ব্যাঙ্গালুরুকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে, সে কারণে এই স্টেডিয়ামের হালচাল সম্পর্কে তাদের ভালো জানা।
রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন নিজেই বলেছেন, ‘এখানকার উইকেট ব্যবহৃত। আমরা এখানে দ্বিতীয় ম্যাচ খেলতেছি। উইকেট খুব শুকনো। সবাই আমরা খুব ইতিবাচক এবং আইপিএলের ফাইনালে খেলবে বলে বেশ উচ্ছ্বসিত।’
দলে কোনো পরিবর্তন নেই রাজস্থানের। তবে একটি পরিবর্তন এনেছে গুজরাট টাইটান্স। অ্যালজারি জোসেফের পরিবর্তে তারা দলে নিয়েছেন লকি ফার্গুসনকে।