সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাকির হোসেন ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের পাশাপাশি আইনজীবিদের সহযোগিতার উপর গুরুত্বারোপ করে বলেছেন, আইনজীবি ও বিচারকদের প্রচেষ্টাতেই বিচার বিভাগ এগিয়ে যাবে। আর আইনজীবিদের সহযোগিতা ছাড়া গুণগত বিচার নিশ্চিত করা সম্ভব নয়। কারণ বার থেকেই ল আসে, বেঞ্চ থেকে নয়।
তিনি বুধবার (২৬ জুন) সকালে শেরপুর জেলা আইনজীবি সমিতির উদ্যোগে সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিচারপতি জাকির হোসেন আইনজীবিদের দক্ষতার উপর গুরুত্বারোপ করে জুনিয়রদের যোগ্যতম হিসেবে গড়ে তুলতেও সিনিয়র আইনজীবিদের প্রতি আহবান জানান। সেইসাথে তিনি শেরপুরে দীর্ঘদিনের সিজেএম ভবন নির্মাণ সমস্যা দূরকরণে সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, জেলা হিসেবে শেরপুর ছোট্ট হলেও মেধামননে আইনজীবিরা পিছিয়ে নন। তাদের মেধামনন কাজে লাগালে শেরপুর বার একদিন মডেল বার হিসেবে আত্মপ্রকাশ করবে।
জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোখলেসুর রহমান আকন্দ, এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী জিপিও এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।
সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল মানসুর স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছালামত উল্লাহসহ বিচারকমন্ডলী এবং নবনিযুক্ত পিপি, স্পেশাল পিপিসহ আইনজীবি সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
এরআগে বিচারপতি জাকির হোসেনকে বিচার বিভাগের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ বিভাগের বিচার বিভাগীয় মনিটরিং প্রধান হিসেবে বিচারপতি জাকির হোসেন এদিন শেরপুরের বিচার অঙ্গন পরিদর্শন করেন।