ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এর উদ্যোগে আয়োজিত ‘আইইডি সাংবাদিক সম্মাননা’ পুরষ্কার প্রাপ্ত শেরপুর জেলার ৩ সাংবাদিককে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ জুন মঙ্গলবার রাতে শহরের নিউমার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সম্মাননাপ্রাপ্ত দৈনিক প্রথম আলো’র শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, ডিবিসি নিউজের শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর টাইমস ডটকমের স্টাফ রিপোর্টার এবং শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, দৈনিক আমাদের সময় ও শেরপুর টাইমস ডটকমের শ্রীবরদী প্রতিনিধি এবং ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ শাকিল মুরাদকে এ ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
শেরপুর টাইমস’র নির্বাহী সম্পাদক, এসএ টিভির শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা প্রভাষক মহিউদ্দিন সোহেলের উপস্থিতিতে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এসময় ক্লাবের সহ-সভাপতি ইউরোবিডি নিউজ’র স্টাফ রিপোর্টার জাহিদুল খান সৌরভ, সাংগঠনিক সম্পাদক শ্যামলবাংলা২৪ডটকম’র স্টাফ রিপোর্টার এস এম জুবাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইনিউজ৭১এর নিজস্ব প্রতিনিধি জিয়াউল হক জুয়েল, দপ্তর সম্পাদক শেরপুর টুডে’র স্টাফ রিপোর্টার রইচ উদ্দিন আহমেদ হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাপ্তাহিক ইনতিজার’র জেলা প্রতিনিধি আলমগীর আলামিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আওয়ারইসলাম২৪ডট কম’র জেলা প্রতিনিধি মিনহাজ উদ্দিন, কার্যকরী সদস্য মেহেদী হাসান সাব্বিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারী, পরিবেশ এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের জন্য ২৪ জুন ১২ সাংবাদিককে সম্মাননা প্রদান করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)। এরমধ্যে ৩ জনই শেরপুরের।