প্রেস রিলিজ :গত ১১ মে ২০২১ মঙ্গলবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ২০০ জন অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করলো রোটারি ক্লাব অব শেরপুর।
শহরের শহীদ বুলবুল সড়ক মোড়ে এই কর্মসূচিতে সহযোগিতা করে রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর। ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা এমপিএইচএফ, ক্লাব সেক্রেটারি সাদুজ্জামান সাদী পিএইচএফ, ক্লাব সার্ভিস প্রজেক্ট চেয়ার পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, ফাউন্ডেশন চেয়ার পাস্ট প্রেসিডেন্ট শরণ রায় পিএইচএফ, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শহীদুল ইসলাম মুকুল, পাস্ট প্রেসিডেন্ট মলয় চাকী, রোটার্যাক্ট ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট আসাদুজ্জামান রাসেল, রোটার্যাক্টর বিশাল, তন্ময় মালাকার সহ অন্যান্য রোটারিয়ান ও রোটার্যাক্টবৃন্দ।
রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট বিনয় কুমার সাহা জানান গত ১০ মে সোমবার স্থানীয় নিউর্মার্কেট মোড়ে বিকেলে ১০০ জন দুস্থ পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়।