মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে একটি সাইকেল চালানোর রাস্তায় পথচারী ও সাইকেল চালকদের ওপর ট্রাক উঠিয়ে দিয়ে আটজনকে হত্যা করেছে সন্দেহভাজন এক সন্ত্রাসী। আর এ হামলার সময় নিকটেই ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। মঙ্গলবার হামলার সময় ঘটনাস্থল থেকে পাঁচ ব্লক দূরে ছিলেন বলে মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন এ অভিনেত্রী।
টুইটে তিনি লেখেন, ঘটনাটি আমার বাড়ি থেকে পাঁচ ব্লক দূরে ঘটেছে, আমি কাজ সেরে বাড়িতে ফিরছিলাম। বার বার বেজে ওঠা সাইরেন আমাকে মনে করিয়ে দিচ্ছে, এটিই বর্তমান বিশ্বের অবস্থা।
উল্লেখ্য, কোয়ান্টিকো টিভি সিরিজের পরবর্তী মৌসুমের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। এ কারণে নিউ ইয়র্কে অবস্থান করছেন তিনি।
সুত্র: বিডি২৪লাইভ ডটকম।