শোবিজ অঙ্গনের আলোচিত-সমালোচিত মডেল অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভার জন্মদিন আজ রবিবার (৮ সেপ্টেম্বর)। এই শুভ দিনে ভক্তদের নতুন খবর দিলেন তিনি। খবরটি হল, নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হচ্ছেন সানাই। ‘দি সানাই মাহবুব’ নামের এই অ্যাপটি লঞ্চ করা হবে আগামী (অক্টোবর) মাসেই। এরইমধ্যে সব কিছু পাকাপোক্ত হয়েছে।
জানা গেছে, এই অ্যাপে সানাই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এছাড়া নির্দিষ্ট অর্থের বিনিময়ে কেনা যাবে সানাইকে! অর্থাৎ সুলভ মূল্যে মিলবে তার ছবি ও ভিডিও।
প্রসঙ্গত, এরইমধ্যে এক-দুটি চলচ্চিত্রেও কাজ করেছেন সানাই। এছাড়াও কয়েকটি মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। তার অভিনীত ছবি ‘ময়নার ইতিকথা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।