এবার অমিতাভ বচ্চন কন্যা শ্বেতা বচ্চন নন্দা পঞ্চাশে পা দিলেন। মেয়ের জন্মদিনের আয়োজনে কোনো কমতি রাখেননি অমিতাভ ও জয়া বচ্চন।
মেয়ের জন্মদিন উপলক্ষে রোববার সন্ধ্যায় মুম্বাইতে এক পার্টির আয়োজন করেন বচ্চন দম্পতি। অতিথি তালিকায় ছিলেন করণ জোহর, সিদ্ধান্ত চতুর্বেদী, শাহরুখ খান ফ্যামিলির সবাই।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বলিউডের খ্যাতনামা সব তারকা। তবু ননদের জন্মদিনে আসেননি ঐশ্বরিয়া বচ্চন। যদিও মেয়ের জন্মদিনে পরিবারেরজুড়ে থাকার কথাই লিখেছেন অমিতাভ।
দিদি শ্বেতার জন্মদিনে সকালেই শুভেচ্ছাবার্তা দিয়েছেন অভিষেক। দিদির সঙ্গে ছোটবেলায় কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন, ‘হ্যাপি বার্থ ডে শ্বেতাদি, আমি হয়তো বলি না বা দেখাই না, কিন্তু তুমি আমার কাছে সব। আই লাভ ইউ।’ ভাই বোনকে শুভেচ্ছা পাঠালেও ঐশ্বরিয়ার পক্ষে ননদকে নিয়ে কোনো পোস্ট দেখা যায়নি।
এমনকি শ্বেতার জন্মদিনের পার্টিতে ঐশ্বরিয়ার অনুপস্থিতি নিয়েও শুরু হয়েছে বিভিন্ন গুঞ্জন। ইন্ডাস্ট্রির ভেতরে শ্বেতা-ঐশ্বরিয়ার নাকি একেবারেই বনিবনা নেই। যদিও বাইরে থেকে তা বোঝা যায় না। বিভিন্ন সময় বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে পুরো বচ্চন পরিবারের সঙ্গে দেখা গেছে ঐশ্বরিয়াকে। ছবিও তুলেছেন সবার সঙ্গে।
তবু যেন বচ্চন পরিবারের অন্দরের ফাটল নিয়ে কানাঘুষোর শেষ নেই। এবার শ্বেতার জন্মদিনে ঐশ্বরিয়ার অনুপস্থিতির পর ফের যেন জোরালো হলো সেই জল্পনা-কল্পনা।
এদিকে মেয়ের জন্মদিনে পারিবারিক ঐক্যের কথা লিখলেন অমিতাভ বচ্চন। শ্বেতার উদ্দেশে অমিতাভ লেখেন, ‘পরিবারই একমাত্র শক্তি, যা সকলকে একসঙ্গে ধরে রাখে। আশা করব, সারা জীবন এমনই থাকবে।’