দেশের স্বনামধন্য নাট্যকার, অভিনেতা ও নির্মাতা কায়েস চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন বলে গণমাধ্যমকে জানান ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।
কায়েস চৌধুরী কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।
সাগর জানান, কিডনি রোগে আক্রান্ত কায়েস চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় তার লালমাটিয়ার বাসায় অচেতন হয়ে পড়েন। এরপর তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। কায়েস চৌধুরী স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
কায়েস চৌধুরীর মরদেহ পান্থপথের একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে। শুক্রবার বাদ জুমা ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।