শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার মেশিন জব্দ ও পাইপ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সকালে উপজেলার ভোগাই ও চেল্লাখালি রাবার ড্যাম এলাকার চারটি স্থানে এ অভিযান চালান নালিতাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, স্থানীয় কয়েকজন বেশকিছু দিন ধরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এমন খবরের ভিত্তিতে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনাক্রমে এবং নালিতাবাড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে ৪টি স্থানে বসানো চারটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং পাইপ ধ্বংস করা হয়।
অভিযানকালে নালিতাবাড়ী থানা পুলিশসহ ভূমি অফিসের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিন শেরপুর টাইমসকে বলেন, সরকারি স্বার্থ রক্ষায় প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।