অবৈধভাবে মাছ ধরার সময় মোংলা এলাকা থেকে ১২ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী। এ সময় তাদের মাছ ধরার ট্রলারটিও আটক করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
আজ শনিবার বাংলাদেশ কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ৭ ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সোনার বাংলা গভীর সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী ফিসিং ট্রলার এফবি সুদ্বীপ ও ১২ জন ভারতীয় জেলেকে আটক করেছে।
তিনি আরও জানান, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে অনুপ্রবেশকারী ট্রলারটি দ্রুতগতিতে ভারতীয় জলসীমায় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কোস্ট গার্ড জাহাজ পিছু ধাওয়া করে ট্রলারটি আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে আটককৃত ট্রলার ও ১২ জন জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ডের এই কর্মকর্তা।