শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদীতে ইজারা বর্হিভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার নিজপাড়া এলাকার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার খরস্রোতা ভোগাই নদীর ইজারা বর্হিভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। পরে নিজপাড়া এলাকার জনৈক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকা হতে দুই ট্রাক বালু জব্দ, দুটি মেশিন ও বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।