জঙ্গিবাদ, মাদক, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও প্রশ্নফাঁসের অপসংস্কৃতি থেকে বিরত থেকে দেশের সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার সকালে সাভারে ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বছরের প্রথম দিন বই গ্রহণ ও তথ্য প্রযুক্তি ব্যবহারসহ তোমরা যে সুবিধা এখন রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এলে এসব চালু থাকবে। আর যদি দুর্নীতিবাজ অপশক্তি ক্ষমতায় আসে তোমাদের (শিক্ষার্থী) গৌরবের এসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে। তাই যার যার অবস্থান থেকে এই কথাগুলো চিন্তা করে কাজ করতে হবে।’
ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার ও ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্যাহ বেপারীসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে মন্ত্রী ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ করেন।