অন্যের সঙ্গে স্ত্রীর সম্পর্কের বিষয় জানতে পেরে অভিমান করে শাকিল (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে জামালপুর পৌরসভার ফুলবাড়িয়া গেটপাড় এলাকায় এ ঘটনা ঘটে। শাকিল পৌরসভার ওই এলাকার নাইটগার্ড ফকির মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ফুলবাড়িয়া গেটপাড় এলাকায় ভাড়াটিয়া বাসায় শাকিলকে ডাকতে আসেন তার বন্ধুরা। এ সময় ঘরের দরজা বন্ধ থাকায় আশপাশের লোকজন এসে ঘরের দরজা ভেঙে শাকিলকে ঘরের ধন্নার সঙ্গে ঝুলতে দেখতে পান। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত শাকিলের বাবা ফকির মিয়া অভিযোগ করে বলেন, তার ছেলে শাকিলের সঙ্গে প্রায় দুই বছর আগে স্থানীয় ফিসারিপাড়া এলাকার হযরত আলীর মেয়ে আলীজার বিয়ে হয়। তাদের মধ্যে এক মাস যাবত ঝগড়া চলে আসছিল। পরে আলীজা এক মাস আগে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে যায়।
সোমবার শাকিলের স্ত্রী আলীজা শহরে ঘুরতে বের হয়। পরে শাকিলও তার পিছু নেয়। একপর্যায়ে অন্য কারও সঙ্গে আলীজার সম্পর্কের বিষয়ে জানতে পারেন তার স্বামী।
শাকিলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে ফকির মিয়া এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি চান।
এ বিষয়ে জামালপুর সদর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান জানান, শহরের গেটপাড় এলাকা থেকে শাকিল নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#যুগান্তর