প্রিয়জনের সঙ্গে ঈদ করতে আসা মানুষকে জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ বাস ভাড়া আদায় বন্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। আজ সোমবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি)রাসেদুল হাসান বাড়তি ভাড়া আদায় বন্ধে এ অভিযান পরিচালনা করেন। এসময় স্থানীয় পুলিশ প্রশাসন সার্বিক সহযোগিতা করেন ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈদ করতে আসা ঢাকাগামী যাত্রীদের কাছে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিত্বে ঝিনাইগাতী বাজারের বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আজকের পর থেকে কোনভাবেই অতিরিক্ত ভাড়া আদায় করবে না বলে প্রশাসনকে আশ্বস্থ করেন পরিবহন মালিকরা।
অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যপারে ঝিনাইগাতী বণিক সমিতির সভাপতি আবু বাহার বলেন, আমাদের উপজেলায় বাসের মালিকদের গাড়ির সংখ্যা মাত্র ৬টি। কিন্তু যাত্রীদের চাপ বেশি হওয়ায় আমাদের গাড়ীর বাইরে অন্যজায়গা থেকে সিট প্রতি ভাড়া কন্টাক্ট করে গাড়ী আনতে হয়।
আজ সোমবার বাসের টিকিট যে মূল্যে বিক্রি হয়েছে এটাই শেষ। আগামীকাল মঙ্গলবার প্রতি টিকিট ৫০০, বুধ ও বৃহস্পতিবার ৪৫০টাকা করে বিক্রির সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শুক্রবার থেকে পূর্বের নির্ধারিত মূল্য ৩৫০ টাকা করে বিক্রি করা হবে বাসের টিকিট।
এদিকে ঢাকাগামী যাত্রীদের এখনো অতিরিক্ত ভাড়া আদায়ে অভিযোগ রয়েছে।
ঝিনাইগাতী উপজেলাতে গাড়ীর সংখ্যা কম থাকায় বাহির থেকে গাড়ী আনায় কিছুটা ভাড়তি ভাড়া আদায় করা হচ্ছে স্বীকার করে ইউএনও রুবেল মাহমুদ বলেন, অতিরিক্ত ভাড়া বন্ধে অভিযান অব্যাহত থাকবে।