অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালকের গলায় ছুরি চালানো হয়েছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, ভালুকা-শ্রীপুরের সিটি গেট এলাকায় বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
চালকের নাম রিয়াদ। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, ‘শ্রীপুর উপজেলা থেকে যাত্রী নিয়ে ভালুকার উদ্দেশে রওনা দেন চালক রিয়াদ। সিটি গেট এলাকায় পৌঁছতেই দুর্বৃত্তরা রিয়াদের গলায় ছুরি ধরে অটোরিকশাটি ছিনতাই করার চেষ্টা করে। রিয়াদ তখন চিৎকার করলে গলায় ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।’
ওসি আরও বলেন, ‘পুলিশ চালককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকের পরামর্শে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
ওসি বলেন, ‘ঘটনাটি শ্রীপুর থানার অধীনে। এ জন্য শ্রীপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে।’