শেরপুরের নালিতাবাড়ীতে ব্যাটারি চালিত নিজের অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে বেলায়েত হোসেন (২৬) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২৫ জুন) দিবাগত রাত সোয়া দশটার দিকে নালিতাবাড়ী উপজেলার গেরাপচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলায়েত ওই গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।
জানা গেছে, সরারদিন অটোরিকশা চালানোর পর রোববার রাতে নিজ বাড়ি ফিরে এসে অটোরিকশাটি চার্জ দিতে যান বেলায়েত। এসময় অসাবধানতাবশত বিদ্যুতস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের এক ছেলে ও এক কন্যা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।