চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন নেভাতে গিয়ে প্রাণ দেন ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনি। দেশের জন্য প্রাণ দিলেও সেই রনির মরদেহ আনতে চট্টগ্রাম মেডিকেল কলেজে টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
রনির ছোট ভাই তারিকুল ইসলাম রকি বলেন, আমরা মরদেহ শনাক্ত করার পরও অজ্ঞাতনামা থেকে নাম কাটাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডোমদের টাকা দিতে হয়েছে।
এসময় রকি আক্ষেপ করে বলেন, দেশের জন্য প্রাণ দিলেও ভাইয়ের মরদেহ পেতে টাকা গুনতে হলো।
মঙ্গলবার (৭ জুন) সকাল সাড়ে ৬টায় নিজ এলাকা শেরপুর সদরের হেরুয়া বালুরঘাটে রমজানুল ইসলাম রনির মরদেহ এসে পৌঁছায়।
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয় ফায়ার ফাইটার রনির। সকাল সাড়ে ১০ টায় তার নিজ গ্রাম শেরপুর সদরের হেরুয়া বালুরঘাট এলাকায় তার জানাযা অনুষ্ঠিত হয়।