সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্যদের এবং তুলনামূলক খারাপ করা শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন শেরপুর সরকারী (বিশ্ববিদ্যালয়) কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ। এ বছরের এইচএসসি ফলাফল নিয়ে শেরপুর টাইমসের সাথে আলাপচারিতায় তিনি এই পরামর্শ দিয়েছেন।
প্রফেসর মো. আব্দুর রশীদ শেরপুর টাইমসকে বলেন, যারা ভালো ফলাফল করতে পারেনি, তাদের জন্য সহানুভূতি রইলো, হতাশ হবার কিছু নেই। এটাই জীবনের শেষ নয়। ভালো কিছু অর্জনের জন্য এখনো অনেক সময় বাকী। নতুন করে নতুন উদ্যমে শুরু করে ভালো ফল অর্জন সম্ভব। তবে অবশ্যই শিক্ষার্থীকে উদ্যমী, পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হবে।
২০১৯ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা নিয়ে তিনি বলেন, এবারের পরীক্ষার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীসহ পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আমার সহকর্মীদের ধন্যবাদ জানাই। সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠ পরিবেশে এবার পরীক্ষা হয়েছে।
প্রফেসর মো. আব্দুর রশীদ শেরপুর টাইমসকে বলেন, এই পরীক্ষায় যারা ভালো করেছে, তাদের জন্য অনেক শুভ কামনা। যারা ভালো করেছে, তারা এখন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তি হবে এবং তারা উচ্চ শিক্ষাক্ষেত্রে তারা তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশ, সমাজ এবং জাতির মুখ উজ্জল করবে।